চট্টগ্রাম বন্দরের এক নম্বর জেটির পাশে নির্মিত হয়েছে নতুন একটি সার্ভিস জেটি। এই জেটিতে চট্টগ্রাম বন্দরের নিজস্ব টাগ বোট, পাইলট বোট, জরিপ জাহাজ, পানি সরবরাহকারী জাহাজসহ অন্যান্য সেবা প্রদানকারী জাহাজসমূহ ভিড়তে পারবে।
চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থে এই জেটি নির্মাণ করা হয়েছে। জেটিটি ২২০ মিটার দৈর্ঘ্য ও ২০ মিটার প্রস্থের। ড্রাফট সাড়ে ৫ মিটার। জেটি ছাড়াও প্রকল্পের আওতায় দুই হাজার ৬৫০ বর্গফুটের তিনতলা একটি অফিস ভবন, ৩ হাজার বর্গফুটের স্টিল কাঠামোর একটি ওয়্যার হাউস, ২ হাজার ১০০ ঘন মিটারের একটি পানির রিজার্ভার, ২২২ মিটার লম্বা ৮ ফুট উঁচু রিটেইনিং ওয়াল, রিভার ব্যাংক ও শোর প্রোটেকশন, ড্রেনেজ সিস্টেম, ৫০০ কেভির বৈদ্যুতিক সাব স্টেশন, ১০০ ফুট উঁচু সিগন্যাল টাওয়ারও নির্মিত হয়েছে।
বন্দরের নিজস্ব জাহাজগুলো নোঙর এবং রক্ষণাবেক্ষণ কাজে সার্ভিস জেটি ব্যবহার ছাড়াও জরুরি প্রয়োজনে পণ্য খালাসের সুবিধাও এই জেটিতে রাখা হয়েছে।