ডিআর কঙ্গোর প্রথম বন্দর নির্মাণে কাজ করবে ডিপি ওয়ার্ল্ড

খনিজ সম্পদে সমৃদ্ধ মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) শিগগিরই তাদের সমুদ্রবাণিজ্য স্বাধীনভাবে সম্পাদন করতে পারবে। সমুদ্রপথে আমদানি-রপ্তানিতে যেন আর অন্য কোনো দেশের ওপর নির্ভর করে বসে থাকতে না হয়, সে লক্ষ্যে আটলান্টিক মহাসাগরে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করছে তারা। ব্যানানা পোর্ট নামের এই বন্দর নির্মাণে তাদের সহযোগিতা করছে দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড। সম্প্রতি এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

ব্যানানা পোর্ট হবে ডিআর কঙ্গোর প্রথম গভীর সমুদ্রবন্দর। আগামী বছর বন্দরটির নির্মাণকাজ শুরুর কথা রয়েছে। দেশটির মাত্র ২৩ মাইল দীর্ঘ উপকূলীয় সীমারেখায় অবস্থিত ব্যানানা শহরের কাছে হবে এই বন্দরের অবস্থান। ১০০ কোটি ডলারের এই প্রকল্পকে বলা হচ্ছে ডিআর কঙ্গোর ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ বিনিয়োগ।

বর্তমানে খনিজ পণ্য রপ্তানি ও অন্য দেশ থেকে পণ্য আমদানিতে প্রতিবেশী তানজানিয়া ও কেনিয়ার ওপর নির্ভর করতে হয় ডিআর কঙ্গোকে। ব্যানানা পোর্ট নির্মাণের মাধ্যমে সেই নির্ভরতা থেকে বেরিয়ে আসতে চলেছে দেশটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here