৫৬ জন প্রবাসী পেলেন সিআইপি সম্মাননা

পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেনের কাছ থেকে সম্মাননা নিচ্ছেন একজন প্রবাসী সিআইপি

দুই ক্যাটাগরিতে সিআইপি সম্মাননা পেলেন ৫৬ জন প্রবাসী। আন্তর্জাতিক অভিবাসী দিবসে তাদের এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে আগামীর প্রতিযোগিতা সক্ষমতায় টিকে থাকতে শ্রমিকদের আরও দক্ষ হয়ে বিদেশ যাওয়ার আহ্বান জানান প্রবাসীরা। এবারে ৫৬ জন প্রবাসীকে সম্মাননা প্রদান করা হয়।

১২০টি দেশে কাজ করছেন ১ কোটি ২০ লাখের বেশি বাংলাদেশি। বছরে অন্তত আড়াই কোটি ডলারের বৈদেশিক মুদ্রা দেশে পাঠান তারা। শনিবার (১৮ ডিসেম্বর) সে সব রেমিট্যান্সযোদ্ধাদের সম্মাননা দিতেই এক অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্টমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, প্রবাসীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিকে রূপান্তর করা গেলে বার্ষিক রেমিট্যান্স প্রবাহ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here