ভারী বৃষ্টি-বন্যায় পোর্ট ক্ল্যাংয়ের কার্যক্রম ব্যাহত

বন্যায় পোর্ট ক্ল্যাংয়ের সঙ্গে সড়ক যোগাযোগ ভেঙ্গে পড়েছে

ভারী বৃষ্টিপাতের কারণে মালয়েশিয়ার পোর্ট ক্ল্যাং ও এর আশেপাশের এলাকায় বন্যা দেখা দিয়েছে। এতে বন্দর থেকে সড়কপথে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। শনিবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

সিঙ্গাপুরের নিকটবর্তী মালাক্কা প্রণালীতে অবস্থিত পোর্ট ক্ল্যাং বিশ্বের দ্বাদশ ব্যস্ততম কনটেইনার পোর্ট। প্রতি বছর বন্দরটিতে ১ কোটি ৩০ লাখ টিইইউর বেশি কনটেইনার হ্যান্ডলিং হয়। বিশেষ করে ট্রান্সশিপমেন্ট পোর্ট হিসেবে বেশ সুনাম রয়েছে বন্দরটির।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে বন্দরের নর্থপোর্ট, ওয়েস্টপোর্ট ও সাউথপোর্ট টার্মিনালের কার্যক্রম ব্যাহত হচ্ছে। বন্যার পানি ওয়্যারহাউজ, খালি কনটেইনারের ডিপো ও সংযোগ সড়কে উঠে গেছে। সড়কপথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বন্দর ও লজিস্টিকস বিভাগের অনেক কর্মীই কাজে যেতে পারছেন না।

এসব কারণে পণ্য সরবরাহ ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে বন্দর কর্তৃপক্ষ। এছাড়া বন্দর কার্যক্রমের এই অচলাবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা।

বাজে আবহাওয়ার কারণে জাহাজের বার্থিংয়ে বিলম্ব হচ্ছে। এ কারণে বহির্নোঙ্গরে এরই মধ্যে জাহাজ জট দেখা দিয়েছে। এর সঙ্গে বন্দরমুখী জাহাজগুলো যুক্ত হলে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here