আধুনিক যুগে সমুদ্র পরিবহনের চাপ যেমন বাড়ছে, তেমনই বাড়ছে জাহাজ নির্মাণ ও সংস্কারের চাহিদা। ধীরে ধীরে এই খাত এতটাই লাভজনক হয়ে উঠছে, যে কেনিয়া এই শিল্পে নিজেদের অবস্থান তৈরি করে নেওয়ার জন্য জোর চেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় বন্দরনগরী মোম্বাসায় কেনিয়া শিপইয়ার্ডস লিমিটেডের (কেএসএল) নতুন ইয়ার্ড স্থাপন ও কমিশনিং করেছে তারা।
পূর্ব আফ্রিকার দেশটি জানিয়েছে, নতুন এই ইয়ার্ডে ৪ হাজার টনের বেশি ধারণক্ষমতা ও ১৫০ মিটার দৈঘ্যের জাহাজ নির্মাণ ও সংস্কার করা সম্ভব হবে। কমিশনিং অনুষ্ঠানে কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা বলেছেন, ‘সমুদ্র অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি উপখাত হলো জাহাজ নির্মাণ ও সংস্কার শিল্প। সমুদ্র পরিবহন ও লজিস্টিকস, মৎস্য আহরণ- সব খাতেরই লিংকেজ হিসেবে কাজ করে এই শিল্প। শত শত কোটি ডলারের বৈশ্বিক বাজার রয়েছে জাহাজনির্মাণের, যার অংশীদার হতে চায় কেনিয়াও।’
কেএসএলের মোম্বাসা শিপইয়ার্ডে রয়েছে দেশটির সবচেয়ে দীর্ঘ স্লিপওয়ে। এছাড়া সেখানে রয়েছে দুটি শিপবিল্ডিং হ্যাঙ্গার, যার একটি ১৫০ মিটার দীর্ঘ ও ৩০ মিটার উঁচু। ছোট হ্যাঙ্গারটির দৈর্ঘ্য ১২০ মিটার, প্রস্থ ১৩ মিটার আর উচ্চতা ২০ মিটার।
শিপইয়ার্ডটিতে মূল ওয়ার্কশপ রয়েছে চারটি- একটি ইলেকট্রনিক রিপেয়ার ওয়ার্কশপ, একটি মেরিন ও জেনারেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, একটি ফিটিং ও কার্পেন্টারি ওয়ার্কশপ এবং একটি হাল ও সুপারস্ট্রাকচার রিপেয়ার ওয়ার্কশপ। ইয়ার্ডের জনবলের চাহিদা মেটাতে সরকার এরই মধ্যে দক্ষ শ্রমিক দল গঠন করে শিপফিটিং ও ওয়েল্ডিংয়ের ওপর প্রশিক্ষণ দিয়েছে।