
থাইল্যান্ডের বন্দর কর্তৃপক্ষ (র্যানং বন্দর) ও বাংলাদেশের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মো. জাফর আলম ও থাইল্যান্ডের বন্দর কর্তৃপক্ষ থেকে লে. জে. জি. ডা. চামনান চেরিথ, আরটিএন নিজ নিজ কর্তৃপক্ষের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সমঝোতা চুক্তি সাগর পথে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য সহজতর করবে বলে আশা করা হচ্ছে। এটি বিমসটেক অঞ্চলসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বৃহত্তর সংযোগ বাড়াতে বাংলাদেশের বৃহত্তর দৃষ্টিভঙ্গির অংশ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সমঝোতা স্মারক সই উভয় পক্ষের ব্যবসায়ী সম্প্রদায়কে আরও বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অন্বেষণে উত্সাহিত করবে। এ ছাড়া বন্দর ব্যবস্থাপনা, অপারেশন, তথ্য-প্রযুক্তি, যোগাযোগ, বন্দর সংযোগ, উপকূলীয় শিপিং, বন্দর সম্পর্কিত শিল্প এবং বিনিয়োগ প্রচারে তথ্য বিনিময় ও সহযোগিতার মাধ্যমে উভয় বন্দর কর্তৃপক্ষ উপকৃত হবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপেক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ভার্চুয়ালি চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।