বোলোরে আফ্রিকার ব্যবসা কিনতে ৬৪০ কোটি ডলার দরপ্রস্তাব এমএসসির

আফ্রিকায় নিজেদের ব্যবসা বিক্রি করে দিচ্ছে ফরাসি লজিস্টিকস ও ট্রান্সপোর্টেশন কনগ্লোমারেট বোলোরে গ্রুপ। আর এই ব্যবসা কিনে নিতে ৬৪০ কোটি ডলার দরপ্রস্তাব করেছে শিপিং জায়ান্ট মেডিটারেনিয়ান শিপিং কোম্পানি (এমএসসি)।

দীর্ঘদিনের পুরনো ঘুষ কেলেঙ্কারির কারণে বিপাকে পড়েই আফ্রিকা ছাড়ছে বোলোরে গ্রুপ। সম্প্রতি কোম্পানিটি জানিয়েছে, বোলোরে আফ্রিকা লজিস্টিকসের শতভাগ শেয়ার অধিগ্রহণের বিষয়ে এমএসসি গ্রুপের কাছ থেকে প্রস্তাব পেয়েছে তারা।

এমএসসির কাছ থেকে প্রস্তাব পাওয়ার অর্থ এই নয় যে চুক্তি চূড়ান্ত হয়ে গেছে। দরপ্রস্তাবের বিষয়ে উভয়পক্ষ ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত আলোচনা চালিয়ে যাবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্তের আগে বোলোরে আফ্রিকার কর্মী প্রতিনিধি সংগঠনের সঙ্গে আলোচনা ও অভ্যন্তরীণ প্রাতিষ্ঠানিক কাঠামো পুনর্গঠন করা হবে। এসব ধাপ সম্পন্ন করার পরই কেবল চুক্তিতে উপনীত হওয়া যাবে। আর এই চুক্তি বাস্তবায়নের আগে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে।

সক্ষমতার বিচারে বিশ্বের শীর্ষ সমুদ্র পরিবহনকারী সংস্থা এমএসসি আফ্রিকায় তাদের অবস্থান আরও জোরদার করার চেষ্টা চালাচ্ছে। বোলোরে আফ্রিকার ব্যবসা অধিগ্রহণের মাধ্যমে এই উচ্চাশা পূরণে এগিয়ে যাওয়ার লক্ষ্য তাদের। বর্তমানে আফ্রিকায় ৫০টি ওশান ও ফিডার সার্ভিস রয়েছে এমএসসির।

উল্লেখ্য, বোলোরে আফ্রিকার ব্যবসা কেনার আগ্রহ প্রকাশ করেছে এমএসসির প্রতিদ্বন্দ্বী সিএমএ সিজিএম, মায়েরস্ক ও কসকো শিপিংও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here