ছয়দিনের সফরে বুধবার (২২ ডিসেম্বর) মালদ্বীপ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফর করছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।
ইহসানুল করিম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বিকেল ৩টায় মালদ্বীপের রাজধানী মালের ভেলানা আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এ সময় মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
প্রধানমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ, যুব ও ক্রীড়া বিষয়ে মোট চারটি সমঝোতা স্মারকে সই হবে। এ ছাড়া মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী বন্ধুত্বের নিদর্শন স্বরূপ ১৩টি সামরিক যান উপহার দেবে মালদ্বীপকে। প্রধানমন্ত্রীর এই সফরে সেগুলো মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।