মালদ্বীপ পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছয়দিনের সফরে বুধবার (২২ ডিসেম্বর) মালদ্বীপ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফর করছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।

ইহসানুল করিম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বিকেল ৩টায় মালদ্বীপের রাজধানী মালের ভেলানা আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এ সময় মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

প্রধানমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ, যুব ও ক্রীড়া বিষয়ে মোট চারটি সমঝোতা স্মারকে সই হবে। এ ছাড়া মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী বন্ধুত্বের নিদর্শন স্বরূপ ১৩টি সামরিক যান উপহার দেবে মালদ্বীপকে। প্রধানমন্ত্রীর এই সফরে সেগুলো মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here