চট্টগ্রাম থেকে সরাসরি ইউরোপে পরীক্ষামূলকভাবে ছোট আকারের কনটেইনার জাহাজ চলাচল শুরু হয়েছে। ইতালির বন্দর থেকে খালি কনটেইনার নিয়ে আসা একটি জাহাজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দরের জেটিতে ভেড়ানো হয়েছে।
ফ্রেইট ফরোয়ার্ডার প্রতিষ্ঠান আরআইএফ লাইন এবং এটির সহযোগী প্রতিষ্ঠান ক্যালিপসো কোম্পানিয়া ডি নেভিগেশন নতুন এই সেবা চালু করেছে। মূলত ইতালির ক্রেতাদের সহযোগিতায় ফ্রেইট ফরোয়ার্ডার প্রতিষ্ঠানটি এই সেবা চালু করেছে।
জাহাজটির স্থানীয় প্রতিনিধি রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ বলেন, সুয়েজ খাল হয়ে ইতালির সিভিটাভিসিয়া বন্দর থেকে ১৬ দিনে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। খালি কনটেইনার খালাস করে জাহাজটি চীন থেকে পণ্যভর্তি কনটেইনার নিয়ে ইতালিতে ফেরত যাওয়ার কথা রয়েছে। এরপর আবারও খালি কনটেইনার এনে বাংলাদেশের রপ্তানি পণ্যভর্তি কনটেইনার নেওয়ার কথা রয়েছে। নতুন এই সেবার মাধ্যমে কম সময়ে রপ্তানি পণ্য ইউরোপে নেওয়া সম্ভব হবে বলে।
এ উদ্যোগে সবচেয়ে বেশি সুফল পাবে পোশাকশিল্প। কারণ, বাংলাদেশের রপ্তানি পণ্যের ৬০ শতাংশ ইউরোপের দেশগুলোতে যায়। এই উদ্যোগের ফলে এখন ইউরোপে আগের চেয়ে অন্তত সাত-আট দিন কমে বিদেশি ক্রেতাদের হাতে পণ্য পৌঁছানো সম্ভব হবে।