মিথ্যা ঘোষণায় আমদানি করা ৫ কোটি ৩ লাখ টাকার সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। তাজা আপেলের ঘোষণা দিয়ে এসব সিগারেট আমদানি করা হয়েছিল। চট্টগ্রামের মারহাবা ফ্রেশ ফ্রুটস প্রতিষ্ঠানের আপেল ঘোষণা দেওয়া এ চালান চলতি মাসের মাঝামাঝি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। গোপন তথ্য পেয়ে কাস্টমসের একটি দল বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) চালানটি পরীক্ষা করে এবং এতে ২২ লাখ ১৯ হাজার পিস সিগারেট, ১৫ টন আপেল এবং ২ টন জিপি শিট পায়।
কর্মকর্তারা জানান, ঘোষিত পণ্যের কর হার ৮৯ শতাংশ। কিন্তু সিগারেটের ক্ষেত্রে এই হার ১২০ থেকে ৬০০ শতাংশ পর্যন্ত হতে পারে। ওই আমদানিকারকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কাস্টম হাউস কর্তৃপক্ষ।
প্যাকেটের গায়ে বাংলায় ধুমপান বিরোধী সতর্কবার্তা না থাকলে বাংলাদেশে এমন সিগারেট আমদানি নিষিদ্ধ।