পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল চাঁদপুর। যার অপার সৌন্দর্য দেখতে প্রতি বছর দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। দেশের প্রথম বেসরকারি নদীকেন্দ্রীক পর্যটন কেন্দ্র স্থাপন হতে যাচ্ছে এই জেলায়। তুলে ধরা হবে মুক্তিযুদ্ধের নানা দিক। জাপানি অর্থায়নের এই প্রকল্পের জন্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৬শ’ একর বিস্তৃত একটি চর। ইতোমধ্যে এর প্রাথমিক সমীক্ষা শুরু করেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান এবং নদী গবেষণা ইনস্টিটিউট।
সরকারের ছাড়পত্র পেলে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র স্থাপনের বিষয়ে বেশ আশাবাদী এর উদ্যোক্তা প্রতিষ্ঠান ব্লু রিভার আইল্যান্ড রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম ক্লাব। যার অবকাঠামো নির্মাণ কাজ চলবে তিন ধাপে। বেসরকারি উদ্যোগের এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে পর্যটন বিকাশের সম্ভাবনাময় জেলায় রূপ নিতে পারে চাঁদপুর।
হেলিকপ্টার, রিভারক্রুজ এবং ক্যাবল কারে যাতায়াতের সুযোগ থাকবে প্রস্তাবিত পর্যটন কেন্দ্রে। যেখানে একসঙ্গে রাতযাপন করতে পারবেন ২০ হাজার পর্যটক।