রপ্তানি পণ্য চুরির অভিযোগে আটক চোরচক্রের ৫ সদস্য

রপ্তানি পণ্য চুরির অভিযোগে আটক চোর চক্রের পাঁচ সদস্য।

কাভার্ড ভ্যানে রপ্তানি পণ্য পরিবহনের সময় চুরিতে জড়িত থাকার অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হল- মো. আল আমিন (২৮), মো. নিজাম (২২), মো. শাহজাহান (৫১), মো. মাইনুল হাসান আসিক (২০) ও মো. নুরুন্নবী (২৬)। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ধুমঘাট বিসিক শিল্প এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার (২৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।
র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন কারখানার মালিকরা অভিযোগ করে আসছেন তাদের কারখানা থেকে চট্টগ্রাম বন্দরে রপ্তানি পণ্য পাঠানোর সময় মালামাল চুরি হয়ে যাচ্ছে। যে দেশে পণ্য পাঠানো হচ্ছে, তারা চুক্তি মোতাবেক পণ্য পাচ্ছেন না। এতে করে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে। অভিযোগের পর থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে র‌্যাব। বিভিন্ন জায়গা ও বিভিন্ন ব্যক্তির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ায় সংস্থাটি।
শুক্রবার রাতে ঢাকার একটি পোশাক কারখানা থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রপ্তানি পণ্য বোঝাই একটি কাভার্ড ভ্যান থেকে পণ্য সরিয়ে নেওয়ার সময় তাদের আটক করা হয়। তাদের মধ্যে পাঁচজনকে র‌্যাব আটক করতে সক্ষম হলেও চক্রের আরও পাঁচ সদস্য পালিয়ে যায়।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) লে. নিয়াজ মো. চপল বলেন, আটক হওয়া পাঁচজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here