বিশ্বের প্রথম হাইড্রোজেন ক্যারিয়ারের যাত্রা

তরলীকৃত হাইড্রোজেন জ্বালানি আনতে সম্প্রতি অস্ট্রেলিয়ার উদ্দেশে জাপান ত্যাগ করেছে বিশ্বের প্রথম হাইড্রোজেন ক্যারিয়ার সুইসো ফ্রন্টিয়ার। আগামী ফেব্রুয়ারির শেষের দিকে জাহাজটি হাইড্রোজেন নিয়ে জাপানে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। জাপানের কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্প্রতি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

অস্ট্রেলিয়ায় ব্রাউন কোল থেকে হাইড্রোজেন সংগ্রহ করে তা জাপানে সরবরাহ করা হবে। ৫০ কোটি অস্ট্রেলীয় ডলারের (৩৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার) পাইলট প্রকল্পটি পরিচালিত হচ্ছে কাওয়াসাকির নেতৃত্বে। আর এতে সহায়তা করছে জাপান ও অস্ট্রেলিয়া সরকার।

বিশ্বের প্রথম এই হাইড্রোজেন ক্যারিয়ারের যাত্রা করার কথা ছিল আরও কিছুদিন আগে। তবে কোভিড-১৯ মহামারির কারণে সময়সূচি কিছুটা পিছিয়ে যায়। জাপান থেকে অস্ট্রেলিয়ায় একমুখী যাত্রায় সময় লাগে ১৬ দিনের মতো।

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ট্যাংকার নির্মাণকারীদের তালিকায় প্রথম সারিতে থাকা কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ এখন হাইড্রোজেন ট্যাংকার তৈরিতেও শীর্ষস্থানে যেতে চাইছে।

বিশ্বজুড়ে শিপিং খাতে কার্বন নিঃসরণ কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে জ্বালানি রূপান্তরের ওপর জোর দেওয়া হচ্ছে। আর এক্ষেত্রে হাইড্রোজেনকে অন্যতম বিকল্প জ্বালানি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here