পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র অনুরোধে রপ্তানি পণ্যবাহী কনটেইনারের কাট অফ টাইম এবং গেট ইন টাইম আগামী বছরের ৩০ মার্চ শিথিল করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সোমবার (২৭ ডিসেম্বর) পরিচালক (পরিবহন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, পোশাক শিল্পের জন্য এ সুবিধা চলতি মাসের ৩১ তারিখ শেষ হচ্ছে। গত ১৪ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান বরাবর কাট অফ টাইম ও গেট ইন টাইম শিথিল করতে বিজিএমইএ’র অনুরোধের প্রেক্ষিতে এ সুবিধা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। শুধুমাত্র পোশাক শিল্পের রপ্তানি পণ্যের ক্ষেত্রে এ সুবিধা কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিনের জোয়ারে জাহাজ আসার দিন সকাল সাড়ে ৭টার স্থলে পরবর্তী দিন সকাল সাড়ে ৭টা এবং রাতের জোয়ারে রাত ৮টার স্থলে পরবর্তী দিন রাত ৮টা পর্যন্ত কাট অফ টাইম বৃদ্ধি করা হয়েছে। অর্থ্যাৎ উভয় জোয়ারের সময় এ সুবিধা ২৪ ঘন্টা বাড়ানো হয়েছে। একইসাথে জাহাজ জেটি ছাড়ার ৩ ঘন্টা আগে কনটেইনার গেট ইন টাইম শেষ হয়ে যাবে বলেও বলা হয়েছে।
সাধারণ নিয়ম অনুযায়ী, দিনের জোয়ারে সংশ্লিষ্ট জাহাজ আসার দিন সকাল সাড়ে ৭টা এবং রাতের জোয়ারে রাত ৮টার মধ্যে রপ্তানি পণ্যবাহী কনটেইনার বন্দরে আনার বাধ্যবাধকতা রয়েছে।
একই বিজ্ঞপ্তিতে, রপ্তানি পণ্যবাহী কনটেইনারের ডকুমেন্টেশনের জন্য দিনের জোয়ারের আসা জাহাজের ক্ষেত্রে কাট অফ টাইম শেষ হওয়ার পরবর্তী সাড়ে ৬ ঘন্টা ও রাতের জোয়ারে আসা জাহাজের ক্ষেত্রে পরবর্তী ৪ ঘন্টা সময় দেওয়া হয়েছে।
শিথিলকৃত সময়ের মধ্যে রপ্তানি পণ্যবাহী কনটেইনার স্টাফিং ও ডকুমেন্টেশনের কাজ শেষ করার অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।