সদ্য সমাপ্ত বছরে ৩২ লাখ কনটেইনার হ্যান্ডলিংয়ের মাইলফলক পেরিয়েছে চট্টগ্রাম বন্দর। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সংখ্যা ৩২ লাখ ১৪ হাজার ৫৪৮ টিইইউ। এটি বন্দরের ইতিহাসে এক বছরের হিসেবে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং। এর আগের বছর (২০২০) সালে চট্টগ্রাম বন্দরে হ্যান্ডলিং হয়েছে ২৮ লাখ ৩৯ হাজার ৯৭৭ টিইইউ কনটেইনার। কনটেইনার হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি ১৩ দশমিক ১৯ শতাংশ।
কনটেইনার হ্যান্ডলিংয়ের পাশাপাশি কার্গো বা খোলা পণ্যের হ্যান্ডলিংও বেড়েছে। সদ্য সমাপ্ত বছরে চট্টগ্রাম বন্দর হ্যান্ডলিং করেছে ১১ কোটি ৭৭ লাখ ২৪ হাজার মেট্রিক টন পণ্য। এর আগের বছর (২০২০) হ্যান্ডলিং হয়েছে ১০ কোটি ৩২ লাখ ৯ হাজার ৭২৪ মেট্রিক টন। প্রবৃদ্ধির হিসাবে এটি ১৪ শতাংশের বেশি।
জাহাজ হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি হয়েছে ১২ শতাংশের বেশি। সব ধরণের মিলিয়ে (কার্গো ও কনটেইনার জাহাজ) ৪ হাজার ২০৯টি জাহাজ হ্যান্ডলিং করেছে বন্দর। ২০২০ সালে সংখ্যা ছিল ৩ হাজার ৭২৮ টি।
করোনার ধাক্কা সামলে বন্দরের সক্ষমতা মূল্যায়নের তিনটি সূচকেই প্রবৃদ্ধি অর্জন হয়েছে কর্তৃপক্ষের নিরলস পরিশ্রমের ফলে। আধুনিক যন্ত্রপাতি সংযোজন, নিয়মিত মনিটরিং ও দক্ষতার সাথে দ্রুততম সময়ে কনটেইনার এবং কার্গো হ্যান্ডলিং এতে মুখ্য ভূমিকা রেখেছে।