নভেল করোনাভাইরাসের নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রকোপ দেখতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। সেখানে এরই মধ্যে দৈনিক সংক্রমণ শনাক্তের সংখ্যা রেকর্ড উচ্চতায় উঠে গেছে। এ অবস্থায় দেশবাসীকে প্রমোদতরী ভ্রমণে নিরুৎসাহিত করছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। করোনার টিকা নেওয়া মার্কিন নাগরিকদেরও সমুদ্র ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে তারা।
মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রে সমুদ্র পর্যটনের অনুমতি দেওয়া হয়। এতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করে দেশটির ক্রুজ শিল্প। কিন্তু সিডিসির সতর্কবার্তা এই শিল্পের জন্য নতুন অশনি সংকেত হয়ে হাজির হলো।
সম্প্রতি ক্রুজ শিল্পের জন্য কোভিড-১৯ সংক্রান্ত ভ্রমণ সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে সিডিসি। একই সঙ্গে কিছু প্রমোদতরীতে কোভিড-১৯ সংক্রমণের তথ্যও প্রকাশ করেছে সংস্থাটি। বর্তমানে তারা ৯০টির বেশি প্রমোদতরীকে নজরদারির আওতায় রেখেছে এবং দশমিক ১ শতাংশ কিংবা এর বেশি যাত্রীর মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ছে কিনা, তা খতিয়ে দেখছে।