এলডিসি উত্তোরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় জার্মানির সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথে সাক্ষাতকালে জার্মানির রাষ্ট্রদূত একিম ট্রোস্টার

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তোরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের ট্রেড রিলেটেড ক্যাপাসিটি বৃদ্ধি এবং জিএসপি ইস্যুতে জার্মানির সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সোমবার (৩ জানুয়ারি) ঢাকায় সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত একিম ট্রোস্টার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা চান।

বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের তৃতীয় বৃহত্তম দেশ হিসেবে জার্মানিকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ থেকে আরও অধিক পণ্য জার্মানির বাজারে সহজে প্রবেশের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান বাণিজ্যমন্ত্রী।

বাংলাদেশে পরিবেশবান্ধব কারখানা স্থাপন, শ্রমিক কল্যাণসহ অন্যান্য কমপ্লায়েন্স অনুসরণ করায় উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে ন্যায্যমূল্য দিতে জার্মানির সহযোগিতা প্রত্যাশা করেন টিপু মুনশি। তিনি জার্মানির বিনিয়োগকারীদের বাংলাদেশের নির্মিতব্য ১০০টি অর্থনৈতিক অঞ্চলে এবং ৩৩টি হাইটেক পার্কে বিনিয়োগের অনুরোধ জানান।

জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বিশ্বে বাংলাদেশের অগ্রযাত্রার পজিটিভ ইমেজ স্থাপনে জার্মানির সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশে জার্মানির উন্নয়ন সহযোগিতা ও দ্বিপাক্ষিক বাণিজ্য আরও শক্তিশালী হবে বলে রাস্ট্রদূত আশ্বস্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here