ভারতে নির্মাণ হচ্ছে বৃহৎ এলএনজি টার্মিনাল

আমদানিকৃত এলএনজি সংরক্ষণ ও সরবরাহের সুবিধার্থে ভারতের কর্ণাটকে বিশাল এক টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। এই টার্মিনাল থেকে জাহাজগুলোকে বাংকারিং সেবা দেওয়া যাবে। পাশাপাশি কর্ণাটক রাজ্যের শিল্প প্রতিষ্ঠান ও পরিবহন খাতে জ্বালানি সরবরাহের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই টার্মিনাল।

এলএনজি টার্মিনালের নির্মাণকাজ এখনও শুরু হয়নি। তবে পরিকল্পনা বাস্তবায়নে একধাপ অগ্রগতি দেখা গেছে এরই মধ্যে। সম্প্রতি কর্ণাটক রাজ্য সরকারের পক্ষে নিউ ম্যাঙ্গালোর পোর্ট ট্রাস্ট (এনএমপিটি) ও সিঙ্গাপুরভিত্তিক এলএনজি অ্যালায়েন্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তি অনুসারে টার্মিনালে একটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) নির্মাণ, উন্নয়ন ও পরিচালনা এবং এলএনজির সরবরাহ ব্যবস্থাপনার কাজ করবে এলএনজি অ্যালায়েন্স। আর এর জন্য আগামী তিন বছরে প্রায় ২৯ কোটি ডলার বিনিয়োগ করবে তারা।

প্রাথমিকভাবে এই টার্মিনালের সক্ষমতা ধরা হয়েছে ৪ মিলিয়ন টন অ্যানুয়ালি (এমটিপিএ)। ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে পরবর্তী ২০ বছরে এই সক্ষমতা ৮ এমপিটিএতে উন্নীত করার সুযোগ থাকবে।

ভারতের প্রথম ডেডিকেটেড এলএনজি বাংকারিং ফ্যাসিলিটি হতে যাচ্ছে এটি। নিউ ম্যাঙ্গালোর পোর্টে আসা সমুদ্রগামী জাহাজ এবং এখান থেকে ভারতের পশ্চিম উপকূলে পণ্য সরবরাহকারী শাটল জাহাজগুলোকে এলএনজি জ্বালানি সরবরাহ করা যাবে এই টার্মিনাল থেকে।

এছাড়া রিগ্যাসিফিকেশন টার্মিনালে থাকবে আইএসও মানদণ্ড অনুযায়ী এলএনজি কনটেইনারাইজেশন ও এলএনজি ট্রাক লোডিং ফ্যাসিলিটি, যার মাধ্যমে শিল্প ও পরিবহন খাতে এলএনজি সরবরাহ করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here