অফশোর উইন্ডে ৫০ কোটি ডলার বিনিয়োগ করবে নিউইয়র্ক

গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ প্রকল্পের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্য সরকার। এ লক্ষ্যে তারা ৫০ কোটি ডলারের বড় একটি বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে। গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ উৎপাদন ও সাপ্লাই চেইন অবকাঠামো তৈরিতে এই অর্থ বিনিয়োগ করা হবে।

এমন এক সময় নিউইয়র্ক রাজ্য সরকার এই বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দিল, যখন তারা তাদের প্রথম অফশোর উইন্ড প্রজেক্টের নির্মাণকাজ শুরু করতে চলেছে। ১৩২ মেগাওয়াট উৎপাদনসক্ষমতার সাউথ ফর্ক উইন্ড ফার্মটির নির্মাণকাজে যৌথভাবে যুক্ত রয়েছে ওরস্টেড ও এভারসোর্স। গত বছরের নভেম্বরে এই প্রকল্প যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ইন্টেরিওরের ব্যুরো অব ওশান এনার্জি ম্যানেজমেন্টের (বিওইএম) অনুমোদন পায়। চলতি বছরের শুরুর দিকেই প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে।

নিউইয়র্ক রাজ্য সরকার চায়, ২০২৭ সাল নাগাদ নবনির্মিত সব ভবনে কার্বন নিরপেক্ষ উৎসে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করা হবে। এছাড়া ২০৩০ সাল নাগাদ নিউইয়র্কে পরিবেশবান্ধব বাড়ির সংখ্যা ২০ লাখে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এসব লক্ষ্যমাত্রা বাস্তবায়নে নতুন এই বিনিয়োগ পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here