চীনে বন্দরের পার্শ্ববর্তী অঞ্চলে করোনা সংক্রমণ

নতুন করে স্থবিরতার আশঙ্কা

গত কয়েকদিনে চীনের বিভিন্ন অঞ্চলে নভেল করোনাভাইরাসের একাধিক ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। দেশটির বড় বন্দরগুলোর আশেপাশের অঞ্চলেও সংক্রমণ শণাক্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কার্যক্রম বন্ধ হয়নি কোনো বন্দরে। অবশ্য শিপিং খাত-সংশ্লিষ্টরা পরিস্থিতি গভীরভাবে পর্যেেবক্ষণ করছে। সংক্রমণ যদি বেড়ে যায় এবং চীনের কোনো বন্দরের কার্যক্রম যদি বন্ধ ঘোষণা করা হয়, তবে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে নতুন করে অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক শুরু হতে আর মাত্র সপ্তাহ তিনেক সময় বাকি রয়েছে। এর সঙ্গে ১ ফেব্রুয়ারি উদযাপিত হবে চীনা চান্দ্র নববর্ষ। এই দুই উপলক্ষকে সামনে রেখে চীনের বন্দরগুলোয় ব্যস্ততা এখন অনেক বেশি। বিশেষ করে চান্দ্র নববর্ষের সময় চীনের কারখানা উৎপাদন ও পণ্য সরবরাহ অনেক বেড়ে যায়। কিন্তু কোভিড-১৯ সংক্রমণ ফিরে আসায় সেই কার্যক্রমের স্বাভাবিকতা অব্যাহত থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আগেই নিংবো, ইয়ানতিয়ান বন্দরের পাশ্ববর্তী অঞ্চলে সংক্রমণ শনাক্তের খবর পাওয়া গেছে। এবার বেইজিংয়ের নিকটবর্তী তিয়ানজিন ইন্ডাস্ট্রিয়াল হাবেও ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার তথ্য জানানো হয়েছে।

২০২১ সালে করোনাভাইরাসের বিরুদ্ধে চীন সরকারের কঠোর অবস্থানের কারণে বন্দর কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। মে ও জুনে শেনঝেনের ইয়ানতিয়ান কনটেইনার টার্মিনালের কার্যক্রম বন্ধ রাখা হয়। আগস্টে সংক্রমণ ঠেকাতে আংশিক বন্ধ রাখা হয় নিংবো বন্দরের কার্যক্রম। এর প্রভাব পড়েছিল পুরো বিশ্বের সাপ্লাই চেইনের ওপর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here