শুভেচ্ছা সফর শেষে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে জাপানের দুই যুদ্ধজাহাজ

শুভেচ্ছা সফরে আসা জাপানের দুই যুদ্ধ জাহাজের একটি। ছবি: আইএসপিআর

জাপানের মেরিটাইম সেলফ্ ডিফেন্স ফোর্সের দুটি যুদ্ধজাহাজ উরাগা ও হিরাডো শুভেচ্ছা সফর শেষে সোমবার (১০ জানুয়ারি) চট্টগ্রাম বন্দর জেটি ত্যাগ করেছে। জাহাজ দুটি চট্টগ্রাম বন্দর ত্যাগের সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে বিদায় জানায়। এ সময় চট্টগ্রাম নৌঅঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী, বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের প্রতিনিধিসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


জাহাজ দুটি বাংলাদেশে অবস্থানকালে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌঅঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। জাহাজ দুটির এ শুভেচ্ছা সফর বাংলাদেশ ও জাপানের মধ্যকার পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এর আগে তিনদিনের শুভেচ্ছা সফরে জাহাজ দুটি গত ৮ জানুয়ারি বাংলাদেশে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here