রপ্তানি আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে রপ্তানি নীতির খসড়া অনুমোদন

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

তিন অর্থবছরের মধ্যে রপ্তানি আয় বাড়িয়ে আট হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়ে নতুন রপ্তানি নীতির খসড়া অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জন করতে হলে গত অর্থবছর থেকে পরবর্তী তিন অর্থবছরে রপ্তানি আয় বাড়িয়ে এখনকার চেয়ে দ্বিগুণের বেশি করতে হবে। বুধবার (১২ জানুয়ারি) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে রপ্তানি নীতির খসড়া অনুমোদনের বিষয়ে জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, নতুন রপ্তানি নীতিতে সম্ভাবনাময় কিছু নতুন পণ্য ও সেবা অন্তর্ভুক্ত করা হয়েছে। চতুর্থ শিল্পবিপ্লবের মাধ্যমে কীভাবে রপ্তানি বাণিজ্য বাড়ানো সম্ভব, সেটিও রয়েছে নতুন নীতিতে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ–পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার কর্মকৌশল প্রণয়নের বিশদ বিবরণও রয়েছে এতে।

ভবিষ্যতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ও ফ্রিল্যান্সিংসহ সেবা খাতে সুবিধা দেওয়া হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, নতুন রপ্তানি নীতিতে ‘মেড ইন বাংলাদেশ’ ধারণা জোরদারের কথা বলা হয়েছে। এতে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া খাতগুলো হচ্ছে—অধিক মূল্য সংযোজিত তৈরি পোশাক ও ডেনিম; কৃত্রিম তন্তু, গার্মেন্ট অ্যাকসেসরিজ, ওষুধ, প্লাস্টিক, জুতা, পাটজাত পণ্য, কৃষিপণ্য, হালকা প্রকৌশল, আসবাব ইত্যাদি।

বিশেষ উন্নয়নমূলক খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে—ইলেকট্রিক ও ইলেকট্রনিকস, সিরামিক, হিমায়িত মৎস্য, প্রিন্টিং ও প্যাকেজিং, রবার, রেশম, হস্ত ও কারুপণ্য ইত্যাদি। আর রপ্তানি–নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে—পাটবীজ, চাল (সুগন্ধি ছাড়া), আগ্নেয়াস্ত্র, পুরাতাত্ত্বিক বস্তু, মনুষ্য কঙ্কাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here