২০২১ সালে বিশ্বের সবচেয়ে ব্যস্ত ট্রান্সশিপমেন্ট হাব ও বাংকারিং পোর্টের তকমা নিজের করে নিয়েছে পোর্ট অব সিঙ্গাপুর । গত বছর রেকর্ড সংখ্যক কনটেইনারবাহী জাহাজ সিঙ্গাপুর হয়ে চলাচল করেছে। এছাড়া ডিজিটালাইজেশনে ঈর্ষণীয় অগ্রগতি অর্জনের মাধ্যমে বাংকারিং সেবাতেও নেতৃত্ব ধরে রেখেছে বন্দরটি।
সিঙ্গাপুর মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটির প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে নিজেদের রেকর্ড ৩ কোটি ৭৫ লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করেছে সিঙ্গাপুর পোর্ট। এক্ষেত্রে সাংহাই পোর্টের চেয়ে পিছিয়ে থাকলেও ট্রান্সশিপমেন্ট পোর্ট হিসেবে এগিয়ে রয়েছে তারা।
গত বছর সিঙ্গাপুর পোর্টের কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় ২ শতাংশ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ৩ কোটি ৭০ লাখ টিইইউর বেশি কনটেইনার হ্যান্ডলিং করল বন্দরটি। কেবল কনটেইনার নয়, বরং কার্গো হ্যান্ডেলিংয়েও শক্তিশালী প্রত্যাবর্তন দেখাতে সক্ষম হয়েছে বন্দরটি। গত বছর ৫৯ কোটি ৯০ লাখ টন কার্গো হ্যান্ডলিং করেছে বন্দরটি, ২০২০ সালে যার পরিমাণ ছিল ৫৯ কোটি ১০ লাখ টনের কিছু কম। তবে ২০১৮ সালের ৬৩ কোটি টনের তুলনায় গত বছর সিঙ্গাপুর পোর্টের কার্গো হ্যান্ডলিং অনেকটাই কম ছিল।