পণ্য পরিবহনে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন বাড়ানোর আহ্বান বিজিএমইএর

কনটেইনারবাহী ট্রেন। ফাইল ছবি

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সাথে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে সম্প্রতি। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনটির সহসভাপতি মিরান আলী, পরিচালক আসিফ আশরাফ ও ব্যারিস্টার বিদ্যা অমৃত খান। সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের সুবিধার্থে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করার আহ্বান জানান।

এ ছাড়া বিজিএমইএ নেতৃবৃন্দ পোশাক কারখানার মালিক, শ্রমিক ও কর্মচারীদের যাতায়াত সহজতর করার জন্য ঢাকা-শ্রীপুর রুটে বিশেষ শাটল ট্রেন চালুর জন্য রেলমন্ত্রীকে অনুরোধ জানান। এ সময় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান যমুনা নদীর পশ্চিম তীরে একটি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) নির্মাণের ওপর জোর দিয়ে বলেন, এতে ভারত থেকে আমদানিকৃত তুলা ও সুতা পরিবহন সহজ হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন রেলওয়ে সচিব ড. মো. হুমায়ুন কবীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here