রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সাথে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে সম্প্রতি। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনটির সহসভাপতি মিরান আলী, পরিচালক আসিফ আশরাফ ও ব্যারিস্টার বিদ্যা অমৃত খান। সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের সুবিধার্থে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করার আহ্বান জানান।
এ ছাড়া বিজিএমইএ নেতৃবৃন্দ পোশাক কারখানার মালিক, শ্রমিক ও কর্মচারীদের যাতায়াত সহজতর করার জন্য ঢাকা-শ্রীপুর রুটে বিশেষ শাটল ট্রেন চালুর জন্য রেলমন্ত্রীকে অনুরোধ জানান। এ সময় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান যমুনা নদীর পশ্চিম তীরে একটি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) নির্মাণের ওপর জোর দিয়ে বলেন, এতে ভারত থেকে আমদানিকৃত তুলা ও সুতা পরিবহন সহজ হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন রেলওয়ে সচিব ড. মো. হুমায়ুন কবীর।