পোর্ট অব রটারডামে বিশ্বের সবচেয়ে বড় গ্রিন হাইড্রোজেন প্লান্ট স্থাপন করবে শেল। বন্দরটিতে শেলের বিদ্যমান জ্বালানি কার্যক্রমের সঙ্গে সংযুক্ত থাকবে এটি। আগামী দুই বছররের মধ্যে শিপিং খাত ও শিল্প-কারখানায় পরিবেশবান্ধব বিকল্প জ্বালানি পৌঁছে দেওয়ার লক্ষ্য থেকেই এই পরিকল্পনা নিয়ে এগুচ্ছে শেল।
সম্প্রতি জার্মান কোম্পানি থাইসেনক্রুপ উডে ক্লোরিন ইঞ্জিনিয়ার্সের সঙ্গে বড় আকারের একটি প্রকল্প চুক্তি করেছে শেল। হাইড্রোজেন হল্যান্ড ওয়ান নামের এই প্রকল্পের অধীনে রটারডাম বন্দরে একটি ২০০ মেগাওয়াট ইলেকট্রোলাইসিস প্লান্টের প্রকৌশল, যন্ত্রপাতি সংগ্রহ ও সংযোজনের কাজ করবে থাইসেনক্রুপ উডে ক্লোরিন ইঞ্জিনিয়ার্স।
সবুজ জ্বালানি সরবরাহের লক্ষ্যে এই প্লান্ট স্থাপন করা হচ্ছে। এ কারণে এর নির্মাণ প্রক্রিয়াটিও পরিবেশবান্ধব করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে উভয় কোম্পানি। প্রকল্পটির সব কাজেই যতটা সম্ভব পুনর্ব্যবহারযোগ্য নির্মাণসামগ্রী ব্যবহার করা হবে। প্লান্টটির বাইরের দেয়ালে সোলার প্যানেল স্থাপন করা হবে, যেন নির্মাণ থেকে শুরু করে কার্যক্রম সচল রাখা- সব ক্ষেত্রেই কার্বন নিঃসরণ নিট জিরো থাকে।
প্লান্টটি স্থাপনের চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্ত চলতি বছরই গ্রহণ করা হবে। ২০২৪ সালে প্লান্টটি কার্যক্রম শুরু করতে পারবে বলে আশা করা হচ্ছে।