ইন্দোনেশিয়ার সাথে চলতি বছরেই অগ্রাধিকার বাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ

ইন্দোনেশিয়ার সাথে চলতি বছরই অগ্রাধিকার বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। বুধবার (১৯ জানুয়ারি) ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির সাথে এক টেলিফোন আলাপে এ বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি পাওয়ায় আব্দুল মোমেন সন্তোষ প্রকাশ করার পাশাপাশি বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে ইন্দোনেশিয়াকে আরও বেশি আমদানি করার অনুরোধ জানান।

আসিয়ান জোটের সঙ্গে সম্পর্ক বাড়াতেও আগ্রহী বাংলাদেশ এবং এজন্য আসিয়ানের সেকটোরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য ইন্দোনেশিয়ার সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী বড় আকারে পালনের জন্য ‍দুই মন্ত্রীই একমত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here