নতুন একটি রিভার ক্রুজ ভেসেলের নির্মাণ ও পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন করেছে চীন। জাহাজটিকে বিশ্বের সবচেয়ে বড় সম্পূর্ণ বিদ্যুৎচালিত ক্রুজ শিপ হিসেবে দাবি করা হচ্ছে। মধ্যচীনের ইয়াংজে নদীতে যাত্রীদের প্রমোদযাত্রার সেবা দেবে জাহাজটি।
প্রমোদতরীটির নাম দেওয়া হয়েছে থ্রি জর্জেস ওয়ান। পুরোপুরি বিদ্যুৎচালিত এই জাহাজটিতে বিদ্যুৎ শক্তির যোগান দেবে ৭ হাজার ৫০০ কিলোওয়াটআওয়ার মেরিন পাওয়ার ব্যাটারি। এই ব্যাটারি যে পরিমাণ শক্তি সরবরাহ করবে, তা দিয়ে ১০০টির বেশি বৈদ্যুতিক গাড়ি চালানো সম্ভব হবে। একবার চার্জে জাহাজটি ৬০ মাইলের বেশি চলতে পারবে। প্রমোদতরীতে রয়েছে হাই-ভোল্টেজ চার্জিং ও লো-ভোল্টেজ পাওয়ার সাপ্লাই স্কিম, যার ফলে হাই-পাওয়ার পোর্টে চার্জিংয়ের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না।
থ্রি জর্জেস ওয়ানের দৈর্ঘ্য ৩২৮ ফুট। প্রায় ১ হাজার ৩০০ যাত্রী প্রমোদতরীতে ভ্রমণ করতে পারবেন। ২০১৮ সালে জাহাজটির নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়। ২০১৯ সালে ইয়াংজে পাওয়ার ও ইচ্যাং জিয়াওইয়ুন গ্রুপ জাহাজটি নির্মাণে যৌথভাবে কাজ করার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করে।
২০২১ সালে প্রমোদতরীটির নির্মাণকাজ শেষে একে পরীক্ষামূলকভাবে পানিতে ভাসানো হয়। চলতি বছরের এপ্রিলে জাহাজটি বাণিজ্যিক সেবা শুরু করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।