
চট্টগ্রাম বন্দরের অনলাইন বার্থিং মনিটরিং সিস্টেমে নিয়মিত তথ্য হালনাগাদ করতে সকল শিপিং এজেন্ট প্রতিষ্ঠানকে অনুরোধ জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। রবিবার (২৩ জানুয়ারি) বন্দরের ডেপুটি কনজারভেটর স্বাক্ষরিত এক চিঠিতে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতিকে এ অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরের অনলাইন বার্থিং মনিটরিং সিস্টেম স্বয়ংক্রিয় কম্পিউটারাইজড পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী লকডাউনের সময় থেকে বন্দর ভবনে প্রতিদিনকার বার্থিং মিটিংয়ের পরিবর্তে শিপিং এজেন্ট প্রতিষ্ঠানসমূহ নিজ নিজ কার্যালয় থেকে অনলাইনে বার্থিং সিস্টেমে তথ্য সরবরাহ করার মাধ্যমে বার্থিং কার্যক্রম পরিচালনা করা হত। কিন্তু সাম্প্রতিক সময়ে শিপিং এজেন্টসমূহ অনলাইনে নিয়মিত তথ্য হালনাগাদ করছে না। এতে বাথিং কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতিকে অনুরোধ জানিয়ে চিঠিতে সকল সদস্য শিপিং এজেন্ট প্রতিষ্ঠানকে অনলাইন বার্থিং মনিটরিং সিস্টেমে নিয়মিত তথ্য হালনাগাদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে।