কনটেইনার পরিবহনে শিডিউল নির্ভরযোগ্যতা তলানিতে

২০২১ সালের শেষের দিকে বিশ্বের শীর্ষ কনটেইনার শিপিং লাইনগুলোয় শিডিউল মেনে চলার সক্ষমতা তলানিতে নেমে এসেছে। এছাড়া গত বছর কনটেইনার পোর্টগুলোয়ে যে জট দেখা গেছে, শিগগিরই সেই অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। পর্যালোচনা ও পরামর্শ সেবাদানকারী প্রতিষ্ঠান সি-ইন্টেলিজেন্সের সাম্প্রতিক একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি কনটেইনার জাহাজেরই চলাচলের শিডিউল নির্ধারণ করা থাকে। গত বছরের ডিসেম্বরে জাহাজগুলোর নির্ধারিত শিডিউল মেনে চলার সক্ষমতা এক দশকের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

২০১১ সাল থেকে শিডিউল নির্ভরযোগ্যতার তথ্য সংরক্ষণ করে আসছে সি-ইন্টেলিজেন্স। ডিসেম্বরে ৩২ শতাংশ ক্ষেত্রে কনটেইনার জাহাজগুলো শিডিউল মেনে চলতে সক্ষম হয়েছে, যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। এছাড়া নভেম্বরের চেয়ে এ হার ১ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট কম। আর বছরওয়ারি হিসাবে অর্থাৎ ২০২০ সালের ডিসেম্বরের তুলনায় শিডিউল নির্ভরযোগ্যতা কমেছে ১২ দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট।

সার্বিকভাবে ২০২১ সালে গড়ে ৩৬ শতাংশ ক্ষেত্রে জাহাজগুলো শিডিউল ধরে রাখতে সক্ষম হয়েছে। এ সময়ে ৩৪টি ভিন্ন বাণিজ্যিক রুট ও ৬০টির বেশি ক্যারিয়ারের তথ্য পর্যালোচনা করে সি-ইন্টেলিজেন্স দেখেছে, শিডিউল নির্ভরযোগ্যতা কখনই ৪০ শতাংশ অতিক্রম করেনি। গত বছর মার্চ-জুন সময়ে কিছুটা উন্নতি হলেও আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে শিডিউল নির্ভরযোগ্যতা ৩৩ থেকে ৩৪ শতাংশের মধ্যে সীমিত ছিল বলে সি-ইন্টেলিজেন্স জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here