রয়েল ক্যারিবিয়ানের বহরে যোগ হলো বিশ্বের বৃহত্তম প্রমোদতরী

রয়েল ক্যারিবিয়ান গ্রুপের বহরে যোগ হলো আরও এক প্রমোদতরী। তাও আবার সাধারণ কোনো প্রমোদতরী নয়, বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ শিপ এটি। ওয়ান্ডার অব দ্য সিজ নামের জাহাজটি সম্প্রতি রয়েল ক্যারিবিয়ান গ্রুপের কাছে চূড়ান্তভাবে হস্তান্তর করা হয়েছে।

২৭ জানুয়ারি জাহাজটি ফ্রান্সের মার্সেই থেকে হোমপোর্টের উদ্দেশে যাত্রা করেছে। প্রথমে যাবে সাইপ্রাস। সেখান থেকে ফ্লোরিডা। অবশ্য এটি কোনো বাণিজ্যিক যাত্রা নয়। প্রমোদতরীটি আগামী ৪ মার্চ ক্যারিবীয় দ্বিপপুঞ্জের পোর্ট এভারগ্লেডস থেকে প্রথম আনুষ্ঠানিক যাত্রা করবে।

ফ্রান্সের সেন্ট-নাজেয়ারের শতিঁয়ে ডি আটলান্টিক শিপইয়ার্ডে তৈরি ওয়ান্ডার অব দ্য সিজ হলো রয়েল ক্যারিবিয়ানের ওয়েসিস ক্লাসের পঞ্চম প্রমোদতরী। এই ক্লাসের আগের চারটি জাহাজ হলো ওয়েসিস অব দ্য সিজ, অ্যালিউর অব দ্য সিজ, হারমোনি অব দ্য সিজ ও সিম্ফোনি অব দ্য সিজ।

ওয়ান্ডার অব দ্য সিজের চূড়ান্ত অঙ্গসজ্জার কাজ করা হয়েছে মার্সেইয়ে। ২ লাখ ৩৬ হাজার ৮৫৭ গ্রস টনের ক্রুজ শিপটি ওয়েসিস অব দ্য সিজের তুলনায় প্রায় পাঁচ শতাংশ বড়। জাহাজটির দৈর্ঘ্য ১ হাজার ১৮৮ ফুট। ৬ হাজার ৯৮৮ জন যাত্রী ও ২ হাজার ৩০০ ক্রু একসঙ্গে আরোহন করতে পারবেন জাহাজটিতে।

সাগরের বুকে বিশাল এক রাজ্য ওয়ান্ডার্ অব দ্য সিজ

২০১৯ সালের এপ্রিলে প্রমোদতরীটির নির্মাণকাজ শুরু হয়। ২০২১ সালে এটি হস্তান্তরের কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে নির্মাণকাজে বিলম্ব হওয়ায় এর হস্তান্তরও কিছুটা পিছিয়ে যায়।

চীনে প্রমোদযাত্রার ক্রমবর্ধমান বাজারের কথা চিন্তা করে ওয়ান্ডার অব দ্য সিজকে প্রথমে সেখানে নিযুক্ত করার পরিকল্পনা ছিল রয়েল ক্যারিবিয়ানের। প্রাথমিক পরিকল্পনায় এর হোমপোর্ট করার কথা ভাবা হয়েছিল সাংহাইকে। পরে সেখান থেকে হংকংয়ে হোমপোর্ট স্থানান্তরের পরিকল্পনা ছিল।

কিন্তু করোনা মহামারির কারণে আন্তর্জাতিক ক্রুজ অপারেটরদের জন্য আপাতত চীনের বাজার বন্ধ রয়েছে। একই কারণে এশিয়ার বেশিরভাগ অঞ্চলে প্রমোদযাত্রা সীমিত করা হয়েছে। এজন্য পরিকল্পনায় পরিবর্তন এনে আগামী কিছুদিন ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে প্রমোদতরীটি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর গ্রীষ্মের পুরোটা সময় এটি ভূমধ্যসাগরে সেবা দেবে। চলতি বছরের নভেম্বর থেকে জাহাজটির হোমপোর্ট হবে ফ্লোরিডার পোর্ট ক্যানাভেরাল।

অনবোর্ড বিনোদনের সব ব্যবস্থাই রয়েছে ওয়ান্ডার্ অব দ্য সিজে

আধুনিক সব ক্রুজ শিপের মতোই ওয়ান্ডার অব দ্য সিজে রয়েছে যাত্রীদের জন্য অফুরন্ত বিনোদনের ব্যবস্থা। ওয়েসিস ক্লাসের আগের প্রমোদতরীগুলোর মতো এতে রয়েছে বিনোদন, রাত্রীযাপন ও খাবারের জন্য পৃথক জোন। বিনোদনের জন্য রয়েছে ওয়াটারস্লাইড, আউটডোর থিয়েটার, রেস্তোরাঁ, পুলবার ইত্যাদি। এছাড়া স্যুট প্যাসেঞ্জারদের জন্য রয়েছে একটি স্পেশাল জোন, যেখানে লাউঞ্জ, রেস্তোরাঁ ও প্রাইভেট আউটডোর ডেক স্পেসের ব্যবস্থা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here