ভারতে পরিবেশবান্ধব হাইড্রোজেনের হাব গড়ে তুলতে চাইছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ লক্ষ্যে সাড়ে ৭ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন কোম্পানিটি।
চলতি মাসের শুরুতে আম্বানি জানান, নবায়নযোগ্য জ্বালানিতে ৭ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবেন তিনি। সবুজ জ্বালানি হাইড্রোজেনের বাজারে নিজেদের অবস্থান তৈরির অংশ হিসেবে এ বিনিয়োগ করছে রিলায়েন্স। ভবিষ্যৎ প্রজন্মের জ্বালানি হিসেবে হাইড্রোজেন খাত এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ দেখতে যাচ্ছে।
বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা পূরণে হাইড্রোজেনকে গুরুত্বপূর্ণ বিকল্প জ্বালানি বিবেচনা করা হচ্ছে। গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতকে নিরাপদ জ্বালানির কেন্দ্রে পরিণত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন। বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্রিনহাউজ গ্যাস নিঃসরণকারী দেশ। এর আগে ভারতের আদানি এন্টারপ্রাইজ, রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান এনটিপিসি লিমিটেড ও ইন্ডিয়ান অয়েল করপোরেশনও সবুজ হাইড্রোজেনে বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
প্রতি কেজি নিরাপদ হাইড্রোজেন তৈরিতে ব্যয় ১ ডলারে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন আম্বানি। বর্তমানের চেয়ে এ ব্যয় ৬০ শতাংশ কম।