জীবাশ্ম জ্বালানি উত্তোলন বাড়াবে যুক্তরাষ্ট্র

চলতি বছর যুক্তরাষ্ট্রে জীবাশ্ম জ্বালানি (অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা) উত্তোলন ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বছর এ উত্তোলন নতুন উচ্চতায় পৌঁছতে পারে। জলবায়ু পরিবর্তন ঠেকাতে দেশটি কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার কথা বললেও বাস্তবে ঘটছে তার উল্টো। পরিবেশের জন্য ক্ষতিকর এসব জ্বালানির উত্তোলন ও ব্যবহার বাড়লে জলবায়ু পরিবর্তন রোধে গৃহীত সব পরিকল্পনা বিফলে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, ২০২০ সালে বিশ্বে করোনা মহামারি আঘাত হানার পর যুক্তরাষ্ট্রের জীবাশ্ম জ্বালানি উত্তোলন শ্লথ হয়ে পড়ে। তবে গত বছর টিকাদান কার্যক্রম বাড়ায় সংক্রমণ ও মৃত্যুর হার কমেছে। এ কারণে অর্থনীতিতে গতি ফিরেছে। ঊর্ধ্বমুখী চাহিদার কারণে বছরজুড়ে জীবাশ্ম জ্বালানি উত্তোলন পাল্লা দিয়ে বেড়েছে। সংস্থাটির ধারণা, চলতি বছর উত্তোলন আরো বাড়বে এবং আগামী বছর তা মহামারি-পূর্ব পর্যায়কে ছাড়িয়ে যাবে।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের উত্তোলিত মোট জীবাশ্ম জ্বালানির মধ্যে ৪৬ শতাংশই শুষ্ক প্রাকৃতিক গ্যাস। এছাড়া অপরিশোধিত জ্বালানি তেল ৩০ শতাংশ ও কয়লা ১৫ শতাংশ উত্তোলন করা হয়। ৯ শতাংশ ছিল তরল প্রাকৃতিক গ্যাস। চলতি ও আগামী বছরও এসব পণ্যের বাজার হিস্যা ঊর্ধ্বমুখী থাকবে।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের শুষ্ক প্রাকৃতিক গ্যাস উত্তোলন আগের বছরের তুলনায় ২ শতাংশ বেড়েছে। ড্রিলিং সক্ষমতা বৃদ্ধি ও নতুন ক্ষেত্র থেকে উত্তোলনের কারণে ২০২২ ও ২০২৩ সালে পণ্যটির উত্তোলন ৩ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে।

গত বছর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কিছুটা কমলেও ২০২২ সালে তা ৬ শতাংশ ও আগামী বছর ৫ শতাংশ বাড়তে পারে। ইআইএ বলছে, চলতি বছর আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকবে। ফলে সক্রিয় ড্রিলিং রিগগুলো উত্তোলন বাড়াতে আরও উৎসাহিত হবে।

গত বছর যুক্তরাষ্ট্রের কয়লা উত্তোলন ৭ শতাংশ বেড়েছে। চলতি বছর তা ৬ শতাংশ বাড়বে বলে প্রত্যাশা করছে ইআইএ। তবে আগামী বছর বিদ্যুৎ উৎপাদনে কয়লার চাহিদা কমার ফলে এর উত্তোলন বৃদ্ধির হার ১ শতাংশে নেমে আসবে বলে ধারণা করছে সংস্থাটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here