বাংলাদেশ-ইউরোপ নৌবাণিজ্যে খুললো নতুন দুয়ার। শনিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর থেকে প্রথম ইউরোপ যাচ্ছে বাণিজ্যিক জাহাজ এমভি সোঙ্গা-চিতা। তৈরি পোশাকখাতের প্রায় এগারশ একক কনটেইনার নিয়ে ইতালির রেভেনা বন্দরে যেতে প্রস্তুত এই জাহাজটি।
দেশের তৈরি পোশাকের বড় অংশের ক্রেতা ইউরোপের নানা দেশ। দেশের মোট রপ্তানির ৬০ শতাংশই যায় সেখানকার দেশগুলোতে। এতদিন চট্টগ্রাম বন্দর থেকে ফিডার জাহাজে কলম্বো, পোর্ট ক্ল্যাং, সিঙ্গাপুরসহ নানা ট্রানশিপমেন্ট বন্দর ঘুরে, তারপর মাদার ভেসেলে করে এই পণ্য রপ্তানি হতো নির্দিষ্ট গন্তব্যে। এতে ইউরোপ পৌঁছতে সময় লাগতো অন্তত দেড়মাস।
চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপের উদ্দেশ্যে প্রথম সরাসরি জাহাজটি যাবে ইটালির রেভেনা বন্দরে৷ সেখান থেকে ইউরোপের অন্যান্য দেশের ক্রেতারা যার যার দেশে পণ্য নিয়ে যাবেন৷ ফলে আগের তুলনায় তিন ভাগের এক ভাগ সময় লাগবে৷ খরচও অনেক কমে যাবে৷ মাসে দুইবার যাবে জাহাজটি।
বাংলাদেশে ইটালিয়ান শিপিং কোম্পানিটির এজেন্ট রিলায়েন্স শিপিং এন্ড লজিস্টিকসের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ জানিয়েছেন, করোনার সময় শিপিং এর ভাড়া দশ গুণেরও বেশি বেড়ে যায়৷ তখন ইউরোপের তৈরি পোশাক ক্রেতারা বাংলাদেশ থেকে সরাসরি তাদের পাঠানো জাহাজে করে পণ্য নেয়ার পরিকল্পনা করে ৷ সেই পরিকল্পনার অংশ হিসেবেই সরাসরি এখন পণ্য যাওয়া শুরু হচ্ছে।
ইউরোপ-আমেরিকা রুটে চলাচলকারী জাহাজকে বিশেষ সুবিধা দেয়া হবে।