গার্মেন্টস ভিলেজ নির্মাণে গতি বাড়াতে বেজাকে অনুরোধ বিজিএমইএর

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে কারখানা স্থাপন ও শিল্প কার্যক্রম শুরু করার জন্য গার্মেন্টস ভিলেজের সব নির্মাণকাজ সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে শেষ করতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রতি অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে বিজিএমইএর একটি প্রতিনিধি দল গার্মেন্টস ভিলেজের নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করে। বিজিএমইএ প্রতিনিধি দলের পরিদর্শনকালে বেজা কর্তৃপক্ষের প্রতি এ অনুরোধ জানানো হয়।

বিজিএমইএর প্রতিনিধি দলে ছিলেন সংগঠনটির প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি শহিদউল্লাহ আজিম, সহসভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহসভাপতি মো. নাসির উদ্দিন, সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী এবং পরিচালকরা মো. এম মহিউদ্দিন চৌধুরী, এএম শফিউল করিম (খোকন), মো. হাসান (জ্যাকি), এম এহসানুল হক এবং মোহাম্মদ মিরাজ-ই-মোস্তফা (কায়সার)। পরিদর্শনকালে বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ সময় বিজিএমইএর প্রতিনিধি দলের সদস্যরা সাইটে অবকাঠামো এবং সড়ক নির্মাণের সার্বিক অগ্রগতি এবং সেইসঙ্গে গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ ও অন্য সুবিধাগুলো পরিদর্শন করেন।

গার্মেন্টস ভিলেজ প্রতিষ্ঠার সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, গার্মেন্টস ভিলেজে পোশাক কারখানাগুলো যাতে সুষ্ঠুভাবে শিল্প পরিচালনা কার্যক্রম চালাতে পারে, সেজন্য সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

এর আগে শিল্পনগরীতে ৫০০ একর জায়গায় একটি গার্মেন্টস ভিলেজ প্রতিষ্ঠার জন্য বিজিএমইএ ২০১৮ সালের ২১ মার্চ বেজার সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। বেজা কর্তৃপক্ষ বিজিএমইএকে সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে গার্মেন্টস ভিলেজ সম্পন্ন করা এবং হস্তান্তরের আশ্বাস দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here