ডিপি ওয়ার্ল্ডের কনটেইনার হ্যান্ডলিং ৯.৪% বেড়েছে

কনটেইনার টার্মিনাল পরিচালনায় গত বছর অনন্য সাফল্য দেখিয়েছে দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিকস কোম্পানি ডিপি ওয়ার্ল্ড। প্রতিষ্ঠানটি ২০২১ সালে মোট ৭ কোটি ৭৯ লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করেছে, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ৪ শতাংশ বেশি।

গত বছর দুবাইয়ের জেবেল আলি বন্দরে ১ কোটি ৩৭ লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করেছে ডিপি ওয়ার্ল্ড। এ সংখ্যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ বেশি। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের বন্দরগুলোর মধ্যে চীনের কিংদাও এবং ভারতের মুম্বাই, মুন্দ্রা ও চেন্নাইয়ে উল্লেখযোগ্য পরিমাণে বেশি কনটেইনার ওঠানামা করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি মিসরের সোখনা, লন্ডন গেটওয়ে ও ডমিনিক রিপাবলিকের কসেডো বন্দরেও ডিপি ওয়ার্ল্ডের কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে।

ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান বিন সুলায়েম বলেন, ‘আরেকটি ভালো বছর শেষ করতে পেরে আমরা আনন্দিত। উচ্চমানসম্পন্ন সম্পদ ও যথাযথ স্থানে উপযুক্ত বিনিয়োগই এ প্রবৃদ্ধির কারণ।’

গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) হানা দেয় নভেল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। সংক্রমণ প্রতিরোধে বিশ্বের অনেক বন্দরেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। জারি হয় নতুন বিধিনিষেধ। এর ফলে ডিপি ওয়ার্ল্ডের কনটেইনার হ্যান্ডলিং কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। তা সত্ত্বেও চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠানটি ১ কোটি ৯৬ লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here