ভারতের উদ্দেশ্যে চিলমারী নৌবন্দর ছে‌ড়ে গে‌ল পণ্যবাহী প্রথম নৌযান

শান আবিদ-১ নামে একটি বাংলাদেশি নৌযান ঝুট পণ্য নিয়ে ভারতের ধুবরির উদ্দেশে রওনা হয়। ছবি: সংগৃহিত

হারা‌নো ঐ‌তিহ্য ফি‌রে পাওয়ার প‌থে নতুন মাইলফলক স্পর্শ করেছে ঐ‌তিহা‌সিক চিলমারী নৌবন্দর। স্বাধীনতার পর প্রথমবারের মতো কুড়িগ্রামের এ নৌবন্দর থেকে পণ্য নিয়ে ভারতের উ‌দ্দে‌শ্যে ছে‌ড়ে গে‌ছে বাংলাদেশি পতাকাবাহী নৌযান।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টায় চিলমারী নৌবন্দ‌রের কাঁচকোল নৌপ‌য়েন্ট থে‌কে শান আবিদ-১ নামে একটি বাংলাদেশি নৌযান ঝুট পণ্য নিয়ে ভারতের ধুবরির উদ্দেশে রওনা হয়।

কাস্টমসের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট জামান আহমেদ বলেন, ভারত থেকে নৌপথে চিলমারী নৌবন্দরে পণ্য পরিবহন খরচ তুলনামূলক কম। এতদিন ভারত থেকে চিলমারী বন্দরে পাথর আসলেও এই প্রথম চিলমারী নৌবন্দর থেকে বাংলাদেশি নৌযানে পণ্য ভারতে যাচ্ছে। প্রথম দিন ২৭ টন ঝুট পণ্য নিয়ে লিজেন্ড কনসোর্টিয়াম লিমিটেডের শান আবিদ-১ নামের একটি নৌযান চিলমারী নৌ বন্দর থেকে ভারতের ধুবরির উদ্দেশ্যে ছেড়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here