বিশ্বের প্রথম এলএনজি-চালিত বাল্কারের যাত্রা

বিশ্বের প্রথম এলএনজি-চালিত বাল্ক ক্যারিয়ার মাউন্ট ট্যুরম্যালাইন তার প্রথম যাত্রা শুরু করতে যাচ্ছে। সম্প্রতি বাল্কারটিকে ইজারা নেওয়া কোম্পানি অস্ট্রেলিয়ান মাইনিং জায়ান্ট বিএইচপি সেটি বুঝে পেয়েছে। বাল্কারটি পশ্চিম অস্ট্রেলিয়া ও এশিয়ার মধ্যে আকরিক লোহা পরিবহনের কাজে ব্যবহৃত হবে।

নিউক্যাসলম্যাক্স ক্লাসের বাল্কার ট্যুরম্যালাইনের মূল মালিক ইস্টার্ন প্যাসিফিক শিপিং (ইপিএস)। বিএইচপি তাদের কাছ থেকে এটিসহ আরও চারটি বাল্কার পাঁচ বছরের জন্য ইজারা নেওয়ার বিষয়ে চুক্তি করেছে।

প্রথম যাত্রার আগে ট্যুরম্যালাইন সম্প্রতি এলএনজি বাংকারিংয়ের জন্য সিঙ্গাপুরের জুরং পোর্টে পৌঁছায়। সেখানে সিঙ্গাপুরের প্রথম এলএনজি বাংকার ভেসেল ফুয়েএলএনজি বেলিনা জাহাজটিকে জ্বালানি সরবরাহ করছে। এলএনজি বাংকারিং শেষে ট্যুরম্যালাইন আকরিক লোহা ভর্তি করার জন্য পশ্চিম অস্ট্রেলিয়ার পোর্ট হেডল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে।

বিএইচপির দাবি, ২ লাখ ৯ হাজার ডিডব্লিউটি সক্ষমতার ট্যুরম্যালাইন বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব ও কর্মদক্ষ ড্রাই বাল্ক ক্যারিয়ার। এছাড়া এটি আইএমও ২০৩০ কমপ্লায়েন্ট বাল্কার। নির্ধারিত ২০৩০ সালের আট বছর আগেই এই কমপ্লায়েন্স অর্জন করেছে বাল্কারটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here