
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে ভাষা আন্দোলনে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সোমবার (২১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান ও পর্ষদ সদস্যবৃন্দ। এরপর অফিসার্স অ্যাসোসিয়েশন, বন্দর কর্মচারী পরিষদ ও বন্দর পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইনে রচনা ও সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে বন্দরের মসজিদসমূহে শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া, বন্দর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন ও বন্দরের স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হয়।