বাণিজ্যিক সালিশির ধারণা ও বাস্তবায়নের আদ্যোপান্ত নিয়ে চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হলো দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার। সম্প্রতি সিআইইউর স্কুল অব ল ও ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়া যৌথভাবে ‘আ গ্লান্স অ্যাট দ্য কমার্শিয়াল আরবিট্রেশন’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সেমিনারে বাণিজ্যিক সালিশির আন্তর্জাতিক চিত্র তুলে ধরে এ ধরনের বিরোধ মীমাংসার নানা পদ্ধতি নিয়ে আলোচনা করেন ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়ার স্কুল অব লর ডিন অধ্যাপক ড. রোহানা আবদুল রহমান। স্বাগত বক্তব্য দেন সিআইইউর স্কুল অব লর সহকার ডিন মোহাম্মদ বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়ার এশিয়ান ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের দুই কেস কাউন্সেল আহমাদ হানিফিতরি এবং তে সু লিং। পুরো অনুষ্ঠানটি সমন্বয় করেন সিআইইউর স্কুল অব লর প্রভাষক সানজানা হক।