ইতালি পৌঁছাতে সোঙ্গা চিতার সময় লাগল ২০ দিন

কনটেইনারবাহী জাহাজ সোঙ্গা চিতা

তৈরি পোশাক নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাওয়া জাহাজ সোঙ্গা চিতা ২০ দিন পর ইতালির রেভেনা বন্দরে পৌঁছেছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) জাহাজটি পৌঁছেছে বলে জানিয়েছেন জাহাজটির বাংলাদেশি প্রতিনিধিরা।

চলতি মাসের ৭ তারিখ বেলা তিনটার দিকে চট্টগ্রাম বন্দর থেকে ইতালির রেভেনা বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে এমভি সোঙ্গা চিতা নামের কনটেইনার জাহাজটি। এটি চট্টগ্রাম থেকে ইতালিতে সরাসরি পণ্য পরিবহনের প্রথম জাহাজ।

এত দিন ইতালিতে পণ্য নিতে হলে প্রথমে চট্টগ্রাম থেকে ফিডার জাহাজে করে সিঙ্গাপুর বা শ্রীলঙ্কার কলম্বো বন্দরে নেওয়া হতো। এরপর সেখান থেকে বুকিং পাওয়ার পর ইউরোপগামী বড় জাহাজে তুলে দেওয়া হতো। ইউরোপের বড় বন্দরগুলো থেকে তারপর ইতালিতে নেওয়া হতো। এতে সময় ও খরচ বেশি লাগত। এখন ফিডার জাহাজে করে কম সময়ে ও কম খরচে সরাসরি কনটেইনার পণ্য নেওয়ার পথ সুগম হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here