ইউক্রেন-রাশিয়া সংকটের প্রভাব পড়বেনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজে

ইউক্রেন ও রাশিয়ার সংকটের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজের কোনও সমস্যা হবে না বলে জানিয়েছে কেন্দ্রটির নির্মাণকারী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটম। মঙ্গলবার (১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোসাটম এ কথা জানায়। তারা জানিয়েছে, ইউক্রেন ইস্যুতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজে কোনও প্রভাব পড়বে না। নির্ধারিত সময়েই শেষ হবে প্রকল্পের কাজ।

এর আগে সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান কয়েকটি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এখনই রূপপুর বিদ্যুৎকেন্দ্রে কোনও প্রভাব পড়বে না। তিনি বলেন, এই যুদ্ধ কতখানি প্রভাব ফেলবে তা বলার সময় আসেনি।

গত বছরের ১০ অক্টোবর পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা চুল্লি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রূপপুরে এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ভিভিআর-প্রযুক্তির রিঅ্যাক্টরের দুটি ইউনিট তৈরি হবে। ২০২৩ সালে কেন্দ্রটির প্রথম ইউনিট এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট চালু হওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here