চট্টগ্রাম সার্কিট হাউসে ৮ ফেব্রুয়ারি মেট্রোরেলের ফিজিবিলিটি স্টাডি-সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানসহ চট্টগ্রামের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম সফরে এলে শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান।

২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও পর্ষদ সদস্যবৃন্দ।

ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

২৪ ফেব্রুয়ারি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কাপ অনূর্ধ্ব-১৫ কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ শেষে বিজয়ীদের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, পর্ষদ সদস্যবৃন্দ, পরিচালক (নিরাপত্তা), সচিব ও সিবিএ নেতৃবৃন্দ।