ইউক্রেনে রাশিয়ার সারমিক অভিযান শুরুর পর থেকেই কৃষ্ণ সাগর ও আজোভ সাগরে আটকে পড়া জাহাজ ও ক্রুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এমন পরিস্থিতিতে নাবিকদের সুরক্ষার বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য চাপ বাড়ছিল জাতিসংঘের সমুদ্রবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) ওপর।
আন্তর্জাতিক বিভিন্ন মহলের আহ্বানের পরিপ্রেক্ষিতে একটি বিশেষ কাউন্সিল সেশন ডেকেছে সংস্থাটি। এই সেশনে ওডেসা বন্দরের কাছে আটকা পড়াদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। বিশ্লেষকদের মতে, বর্তমানের যুদ্ধকালীন পরিস্থিতিতে ওডেসায় আটকা পড়া জাহাজগুলোই হামলার ঝুঁকিতে বেশি রয়েছে।
সম্প্রতি ইউক্রেনে গোলার আঘাতে একটি বাণিজ্যিক জাহাজ ডুবে যাওয়া ও মিসাইল হামলায় বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বাংলার সমৃদ্ধির একজন প্রকৌশলীর মৃত্যুর ঘটনা পুরো বিশ্বকে নড়েচড়ে বসতে বাধ্য করেছে। বিশেষ করে ইউক্রেন তাদের বন্দরগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়ার ফলে যে জাহাজগুলো আটকা পড়েছে, সেসব জাহাজ ও ক্রুদের নিরাপত্তা নিয়ে উদ্বিঘ্ন হয়ে উঠেছেন খাত-সংশ্লিষ্টরা। তারা মধ্যস্থতার মাধ্যমে এসব জাহাজ ও ক্রুদের নিরাপত্তার ব্যবস্থা করতে আইএমওর ওপর চাপ দিচ্ছিলেন।
আগামী ১০ ও ১১ মার্চ রিমোট সেশনের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে। আইএমওর এই কাউন্সিলের নির্বাচিত সদস্য দেশ ৪০টি। তবে ইউক্রেনসহ অন্য দেশগুলো চাইলে আইএমও কাউন্সিল বরাবর তাদের বিবৃতি পাঠাতে পারবে।