
ইউক্রেনে আটকা পড়া নিজ দেশের নাবিকদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে ফিলিপাইন। এখন পর্যন্ত দেশটির ২১ জন নাবিককে ইউক্রেন থেকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত এই ২১ জন নাবিকের সবাই বাল্ক ক্যারিয়ার এস-ব্রিজের ক্রু। ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ মলদোভায় নিযুক্ত ফিলিপাইনের অনারারি কনসালের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অবস্থিত ফিলিপাইন দূতাবাসও এ কাজে সহযোগিতা করেছে।
গত ২৭ জানুয়ারি থেকে জরুরি মেরামতের জন্য ইউক্রেনের ওডেসা বন্দরের ইলিচেভস্ক শিপইয়ার্ডের ড্রাইডকে অবস্থান করছিল এস-ব্রিজ। জাহাজটির সব ক্রুই ফিলিপাইনের নাগরিক। তারা জাহাজেই অবস্থান করছিলেন। তবে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে তারা দেশে ফিরে যেতে সরকারি সহয়তার আবেদন জানান।
ফিলিপাইন সরকার জানিয়েছে, এখন পর্যন্ত মোট ২৭ ফিলিপিনো নাবিককে ইউক্রেন থেকে মলদোভায় স্থানান্তর করা হয়েছে। ইউক্রেনে আটকা পড়া নাবিকদের নিরাপদে ম্যানিলায় ফিরিয়ে নিতে বুদাপেস্টের ফিলিপাইন দূতাবাস ও মলদোভার কনস্যুলেট সর্বাত্মক সহযোগিতা করছে বলে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
আন্তর্জাতিক সমুদ্র পরিবহন খাতে কর্মরত নাবিকদের মধ্যে ফিলিপাইনের নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি। ২০২০ সালে প্রায় ২ লাখ ২০ হাজার ফিলিপিনো নাবিক বিশ্বের বিভিন্ন প্রান্তে সেবা দিয়েছেন। ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর ফিলিপাইনের বেশ কয়েকজন নাবিক সেখানে আটকা পড়েছেন। এর মধ্যে গত সপ্তাহে রকেট হামলার শিকার হওয়া কার্গো জাহাজ নমুরা কুইনের ২১ জন ও অভিযানের শুরুর দিকে হামলার শিকার হওয়া কার্গো জাহাজ ইয়াসা জুপিটারের ১১ জন নাবিকের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য।