পাট উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে অবদান রাখায় পুরস্কৃত হল ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ফাইল ছবি

পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে অবদানের জন্য ১১ ব্যবসায়ী, বিজ্ঞানী, চাষি ও প্রতিষ্ঠানকে পাট পুরস্কার দিয়েছে সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার (৬ মার্চ ) জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। এ সময় আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম জাকির হোসেন, কুষ্টিয়ার চাষি সাহানুর আলম, পাবনার চাষি মো. আ. রাজ্জাক প্রাং, নীলফামারীর রানু অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, ঢাকার রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ, আকিজ জুট মিলস, করিম জুট স্পিনার্স, জনতা জুট মিলস, ঢাকার ব্যবসায়ী তৌহিদ বিন আব্দুস সালাম, কোহিনুর ইয়াছমিন ও সাভারের মো. আব্দুল হাকিম।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে পাট ও পাটপণ্যের চাহিদা ক্রমেই বাড়ছে। পাটের সম্ভাবনার সঙ্গে শাকসবজি ও ফলমূল রপ্তানির সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারলে বছরে পাট ও কৃষিপণ্যের রপ্তানি আয় শিগগিরই ১ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে।

বস্ত্র ও পাটসচিব মো. আব্দুর রউফের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও পাট অধিদপ্তরের মহাপরিচালক মো. আতাউর রহমান। এ ছাড়া পাট উৎপাদন ও ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যবসায়ী পাটশিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here