যুক্তরাষ্ট্রের পোর্ট মিয়ামিতে চতুর্থ ক্রুজ টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়েছে। যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে অনন্য স্থাপত্যশৈলীর এই টার্মিনাল নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে এমএসসি ক্রুজেস ও পোর্ট মিয়ামি। ২০২৩ সালের শেষের দিকে টার্মিনালটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। নির্মাণ শেষ হলে এটি হবে উত্তর আমেরিকার সবচেয়ে বড় ক্রুজ টার্মিনাল।
টার্মিনালটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৮ কোটি ডলারের বেশি। গত কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের কোনো প্রকল্পে ইতালীয় মালিকানাধীন বহুজাতিক করপোরেশন কর্তৃক সবচেয়ে বড় বিনিয়োগ হতে যাচ্ছে এটি। টার্মিনালটির নির্মাণকাজের দায়িত্বে রয়েছে ফিনক্যান্তিয়েরি ইনফ্রাস্ট্রাকচার।
২০১৯ সালের এপ্রিলে টার্মিনালটির নির্মাণকাজে অনুমোদন দেয় মিয়ামি-ডেড কমিশন। ডজ আইল্যান্ডের পূর্বপ্রান্তে টার্মিনালের জন্য জমি ৫০ বছরের জন্য ইজারা নেয় এমএসসি। ফ্লোরিডার মিয়ামি-ডেড কাউন্টি কর্তৃপক্ষ অবকাঠামোগত উন্নয়নের জন্য এই প্রকল্পে ৮০ লাখ ডলার বিনিয়োগ করবে। আর ড্রেজিংয়ের মতো কাজগুলো করবে এমএসসি।
চুক্তির প্রথম বছরে এমএসসিকে কোনো ভাড়া দিতে হবে না। দ্বিতীয় বছরে ১ কোটি ৫২ লাখ ডলার ভাড়া দিতে হবে তাদের। এরপর প্রতি বছর ৩ শতাংশ হারে ৩০ বছর পর্যন্ত ভাড়া বাড়বে। এছাড়া যদি কোনো বছরে টার্মিনাল ব্যবহারকারী যাত্রী সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে যায়, তবে যাত্রীপ্রতি ৬ ডলার করে দেবে এমএসসি।