রপ্তানি মূল্য বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করা যাবে

অগ্রিম পাওয়া রপ্তানি মূল্য এখন থে‌কে বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ কর‌তে পার‌বে ব্যাংকগু‌লো। সোমবার (১৪ মার্চ) বাংলা‌দেশ ব্যাংক এ সংক্রান্ত এক‌টি সার্কুলার জারি করেছে। এতদিন অগ্রিম পাওয়া রপ্তানি আয় টাকায় নগদায়ন করতে হতো।

অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে পাঠা‌নো নতুন নি‌র্দেশনায় বলা হ‌য়ে‌ছে, অগ্রিম প্রাপ্ত রপ্তানি মূল্য বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করা যা‌বে। পাশাপা‌শি সংরক্ষিত বৈদেশিক মুদ্রা দ্বারা ব্যাক টু ব্যাক ঋণপত্রের (এলসি) দায় পরিশোধে ব্যবহার করা যাবে।

বাংলাদেশ ব্যাং‌কের বৈ‌দে‌শিক মুদ্রা ও নী‌তি বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাক টু ব্যাক ঋণপত্র ছাড়া অন্য আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে অগ্রিম প্রাপ্ত বৈদেশিক মুদ্রা ৩০ দিন সংরক্ষণ করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here