দক্ষিণ এশিয়ায় বিনিয়োগে সর্বোত্তম স্থান বাংলাদেশ

বক্তব্য রাখছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম

দক্ষিণ এশিয়ার মধ্যে বিনিয়োগের জন্য বাংলাদেশ সর্বোত্তম স্থান ও এখানে অফুরন্ত সম্ভাবনা রয়েছে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এজন্য তিনি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের এ দেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৩ মার্চ) সংযুক্ত আরব আমিরাতে ‘দুবাই এক্সপো-২০২০’ এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন শেষে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। গ্রামে ইন্টারনেটসহ জরুরি সব সেবা পৌঁছে দেয়া হয়েছে। ১০০ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা এসব অঞ্চলে বিনিয়োগ করে সহজেই লাভবান হতে পারেন। তাদের জন্য ব্যবসার অনুকূল পরিবেশ তৈরিতে সরকার যুগান্তকারী সব পদক্ষেপ নিয়েছে।’

পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেলসহ মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশে যে অর্থনৈতিক পরিবর্তন আসবে তা তুলে ধরে তাজুল ইসলাম বলেন, বাংলাদেশে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পানি ও স্যানিটেশন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ সকল ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশি-বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here