দেশের প্রথম নিরাপত্তা নজরদারি সরঞ্জাম উৎপাদন কারখানার উদ্বোধন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম পিএএ প্রধান অতিথি হিসেবে কারখানার উদ্বোধন করেন। ছবি” সংগৃহিত

গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে বাংলাদেশের প্রথম নিরাপত্তা নজরদারি সরঞ্জামের উৎপাদন কারখানা উদ্বোধন হয়েছে। সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম পিএএ প্রধান অতিথি হিসেবে এ কারখানার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ ও হিকভিশন সাউথ এশিয়ার প্রেসিডেন্ট হুগো হুয়াং। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সেল টেকনোলজিস লিমিটেড ও এক্সেল ইন্টেলিজেন্ট সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা।

বাংলাদেশে হিকভিশনের প্রথম ও জাতীয় সরবরাহকারী প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিস লিমিটেডের সহযোগী কোম্পানি এক্সেল ইন্টেলিজেন্ট সলিউশনস বঙ্গবন্ধু হাই-টেক সিটির সেবা ভবনে প্রাথমিক পর্যায়ে এ কারখানা স্থাপন করেছে। চীনের শীর্ষস্থানীয় নিরাপত্তা নজরদারি সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান হিকভিশন ডিজিটাল টেকনোলজি এতে কারিগরি সহায়তা দিচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের সিনিয়র সচিব বলেন, আমাদের দেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। এ উৎপাদন কারখানা স্থাপন তার সম্যক উদাহরণ। আর হিকভিশনের মতো বিশ্বের শীর্ষস্থানীয় নিরাপত্তা নজরদারি পণ্য বাংলাদেশে তৈরি হচ্ছে, এটি আমাদের জন্য এক বিশাল অর্জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here