ওয়াইপার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পেলো বিডা

ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির (ওয়াইপা) দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সোমবার (২৮ মার্চ) দুবাইয়ে অনুষ্ঠিত ওয়াইপার স্টিয়ারিং কমিটির এক বৈঠকে বিডাকে ২০২১-২৩ মেয়াদের জন্য দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত হয়।

ওয়াইপা জাতিসংঘের কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভলপমেন্ট (আঙ্কটাড) আইন দ্বারা পরিচালিত একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, যা ১৯৯৫ প্রতিষ্ঠিত হয়। ওয়াইপা ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিগুলোর (আইপিএ) ফোরাম হিসাবে কাজ করে, যা সদস্য দেশগুলোর মধ্যে নেটওয়ার্কিং তৈরি, বিনিয়োগ আকর্ষণ, বহির্মুখী বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা এবং প্রযুক্তিগত সহায়তা ও তথ্য বিনিময় করে থাকে।

বিডা ওয়াইপার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে বিডা জানিয়েছে, বাংলাদেশ ইতোমধ্যে উচ্চ-প্রবৃদ্ধির অর্থনীতির দেশ হিসাবে নিজেকে প্রমাণ করেছে এবং কৌশলগত খাতে বিনিয়োগের বিভিন্ন সুযোগ তৈরি করছে। এমনকি বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারি সত্ত্বেও বাংলাদেশ ২০২৬ সালের মধ্যে ৫০০ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হিসেবে আবির্ভূত হবে।

বিডা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পালনের ক্ষেত্রে বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা অর্জনের দিকে মনোনিবেশ করবে। বিশেষ করে সদস্য দেশগুলোর সক্ষমতা বাড়ানো ও তথ্য বিনিময়ের লক্ষ্যে কাজ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here